সিএন্ডবি রোডে বাসা মালিক নুরু মল্লিকের স্বেচ্ছাচারিতা সিএন্ডবি রোডে বাসা মালিক নুরু মল্লিকের স্বেচ্ছাচারিতা - ajkerparibartan.com
সিএন্ডবি রোডে বাসা মালিক নুরু মল্লিকের স্বেচ্ছাচারিতা

3:08 pm , October 5, 2020

অর্ধশতাধিক ভাড়াটিয়ার ময়লা ফেলা হচ্ছে খোলা স্থানে

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর সিএন্ডবি রোড ইসলাম পাড়া এলাকায় এক বাসা মালিকের বিরুদ্ধে ময়লা ফেলে পরিবেশ দূষনের অভিযোগ পাওয়া গেছে। বছরের পর পর বছর ধরে ওই বাসা মালিক নুরু মল্লিক ও তার অর্ধ শতাধিক ভাড়াটিয়া গৃহস্থলীর ময়লা আবর্জনা অন্য বসতির সামনে ও খোলা স্থানে ফেলে আসছেন বলে অভিযোগ করেছেন পার্শবত্রী বাসিন্দারা। ময়লা ফেলার ব্যবস্থা করার জন্য ওই বাসা মালিক কে স্থানীয় বাসিন্দারা একাধিক বার অনুরোধ করলেও তিনি স্বেচ্ছাচারিতার আশ্রয় নিয়ে কোন ব্যবস্থা গ্রহন করেন নি। যে কারনে আশেপাশের বাসিন্দাদের দূর্ভোগের শেষ নেই।
এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দা জানান  নুরু মল্লিককের ৫০ থেকে ৬০ টি ভাড়াটিয়া পরিবার রয়েছে। এত গুলো পরিবারের দৈনন্দিন গৃহস্থালীর ময়লা আর্বজনা ফেলার জন্য কোন ব্যবস্থা করেননি মালিক নুরু মল্লিক। যে কারনে এসব পরিবারের সমস্ত ময়লা আবর্জনা আশেপাশে ফেলে রাখে। যার দরুন ওই স্থান ও আশপাশ ভাগাড়ে পরিনত হয় এবং দূর্গন্ধে আশেপাশের বাসিন্দাদের ঘরে থাকারও অবস্থা থাকে না। তারা আরো বলেন এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর ও সিটি করপোরেশনে অভিযোগ করা হয়েছে। গতকাল সোমবার সিটি করপোরেশনের কর্মকর্তারা গিয়ে কয়েক দিনের মধ্যে ময়লা ফেলার ব্যবস্থা করবেন বলে স্থানীয়দের আশ^স্ত করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT