3:07 pm , October 4, 2020
আমতলী প্রতিবেদক ॥ আমতলীতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ সদস্যরা মানবপাচারকারী চক্রের এক সদস্যকে আটক করেছে। র্যাব ৮ এর সদস্যরা গোপন সংবাদেও ভিত্তিতে জানতে পারেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মোটা অংকের বেতনের চাকুরীর প্রলোভন দেখিয়ে মানব পাচার করছে একটি চক্র। এদের শিকার মূলত মধ্যবিত্ত ও নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের উঠতি বয়সের বেকার যুবকরা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা আমতলী থানাধীন ফায়ার সার্ভিস এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ সোহরাব চৌকিদার (৫০) নামের একজনকে আটক করে র্যাব। আটককৃত আসামি আমতলীর গুলিশাখালী গ্রামের মৃত সুন্দর আলী চৌকিদার এর ছেলে । র্যাব থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত চক্রের সদস্য বলে স্বীকার করেন এবং প্রাপ্ত গোপন তথ্য সমূহের সত্যতা পাওয়া যায়। তারা প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে ভুয়া ভিসায় লোকজনকে মধ্যপ্রাচ্যে পাচার করে। এভাবে প্রতারণা করে তারা লোকজনকে সর্বস্বান্ত করে আসছিল। আকটকৃত আসামীকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। মানব পাচারের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের উপর গভীর নজরদারী রাখা এবং প্রাপ্ত তথ্য উপাত্তের উপর ভিত্তি করে মানব পাচার চক্রের অন্যান্য সক্রিয় সদস্যদের গ্রেপ্তারে র্যাব-৮ এর তৎপরতা অব্যাহত রয়েছে।