3:01 pm , October 4, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতার স্বপক্ষীয় শক্তি, পুলিশ-জনতা এক হয়ে কাজ করে একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে চান পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)। গতকাল রোববার বন্দর থানার ওপেন হাউজ ডে’র সভায় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার জনসম্পৃক্ততা আরো বাড়িয়ে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে শক্তিশালী করে সমাজের অপরাধীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি নিরাপদ সুশৃঙ্খল সমাজ ও জীবন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন। সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম যে কোন অভিযোগ ও অনিয়মের তথ্য পর্যায়ক্রমে জানানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। সভায় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন (পিপিএম সেবা), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. জাকারিয়া রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।