3:16 pm , October 3, 2020
সভাপতি কাজী মিরাজ-সম্পাদক জাকির হোসেন
নিজস্ব প্রতিবেদক ॥ প্রবীন সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিশু সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসুর তৃতীয় মৃত্যুবার্ষিকী ছিল গতকাল। এ উপলক্ষে বরিশালের সাংবাদিকবৃন্দ “তোমার স্মরণে আমরা” শীর্ষক এক আলোচনা সভা শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রবীন সাংবাদিক, রনাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের প্রকাশক-সম্পাদক মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ। মিন্টু বসুর কর্মময় জীবনের উপর আলোকপাত করেন ইসমাইল হোসেন নেগাবান মন্টু, তপংকর চক্রবর্তী, সৈয়দ দুলাল, মুরাদ আহমেদ, মনিরুল আলম স্বপন, কাজী মিরাজ, এসএম জাকির হোসেন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মিন্টু বসু ছিলেন দৃঢ় চেতা, নির্ভিক সাংবাদিক। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মিন্টু বসু আজীবন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে দেশের জন্য কাজ করে গেছেন। স্মরন সভায় বক্তারা মিন্টু বসুর নীতি আদর্শকে ধারন করে বর্তমান প্রজন্মকে এগিয়ে যেতে অনুজ সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
স্মরন সভা শেষে কাজী মিরাজ মাহমুদ সভাপতি, জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট মিন্টু বসু স্মৃতি পরিষদ গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি তপংকর চক্রবর্তী, গোপাল সরকার, সহ সাধারণ সম্পাদক দেওয়ান মোহন, কার্যকরী সদস্যরা হলেন নুরুল আলম ফরিদ, এ্যাড. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সৈয়দ দুলাল, মুরাদ আহমেদ, মনিরুল ্আলম স্বপন, সুমন চৌধুরী, অপূর্ব দাস অপু প্রমূখ।