ভান্ডারিয়ায় ট্রলার ডুবি, মালিকের লাশ উদ্ধার ভান্ডারিয়ায় ট্রলার ডুবি, মালিকের লাশ উদ্ধার - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় ট্রলার ডুবি, মালিকের লাশ উদ্ধার

2:49 pm , October 2, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ ভান্ডারিয়ায় ১৯ শত বস্তা সিমেন্ট সহ একটি ট্রলার ডুবে মো. কাউয়ুম খান (৩৭) নামের একজন নিঁখোজ ছিল। নিঁখোজের ১৪ ঘন্টা পরে শুক্রবার সকাল ১০টায় কাউয়ুম খানের লাশ উদ্ধার করে বরিশালের ফায়ার সার্ভিসের ডুবরি। নিহতর বাড়ী বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার বাসান্ডা গ্রামে। তিনি ওই গ্রামের শহীদ খানের ছেলে। তিনি ওই ট্রলারের মালিক। ডুবে যাওয়া ট্রলারটির নাম রায়হান-২। ওই ট্রলারটিতে কিং ব্রান্ড সিমেন্ট বোঝাই ছিলো বলে জানা গেছে। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার (১অক্টোবর) রাতে উপজেলার তেলিখালী ইউনিয়নের কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রাম সংলগ্ন স্থানে। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ জানা গেছে, ওই ট্রলারটি বৃহস্পতিবার মোংলা থেকে সিমেন্ট বোঝাই করে বরিশালের উদ্দেশ্যে যাচ্ছিলো। পথে বিশ্রাম নিতে বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার কচা নদীর পশ্চিম জুনিয়া গ্রামের রাস্তা সংলগ্ন বেড়ি বাঁধের পাশে স্থানে নোংগর করে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কচা নদীর তীরবর্তী ট্রলার নোংগর করা এলাকা থেকে প্রায় ২০/২৫ শতাংশ জমি নদীতে ডুবে যায়। এ সময় সেখানে নোংগর করা ট্রলারটিও ডুবে যায়। এ সময় ওই ট্রলারে থাকা ট্রলার মালিক নিঁখোজ হলেও ট্রলারে থাকা এর চালক আ: মান্নান (৬৫) ও হেলপার ফয়সাল বেপারী (১৫) সাতরে উপরে উঠে যায়। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস.এম. মাকসুদুর রহমান জানান, শুক্রবার সকালে বরিশাল ফায়ার সার্ভিসের ডুবরি লাশ উদ্ধার করে। পরে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT