2:43 pm , October 2, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ সারাদেশের ন্যায় আগামী ৪ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পক্ষকালব্যাপী বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকায় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। বরিশাল সিটি করপোরেশন এলাকার ২২০টি কেন্দ্রে ৪৯ হাজার ৮৬০ জন জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৪ হাজার ৬১০ জন শিশুকে লাল রংয়ের ২ লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতাসম্পন্ন ও ৬ থেকে ১১ মাস বয়সি ৫ হাজার ২৫০ জন শিশুকে এক লক্ষ ইন্টারন্যাশনাল ইউনিট ক্ষমতা সম্পন্ন একটি করে নীল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। মোট কেন্দ্রের বাহিরে নগরীর মধ্যে থাকা বাসস্ট্যান্ড, লঞ্চঘাট ও ফেরিঘাট এলাকায় থাকবে আরো বেশকিছু কেন্দ্র। সবমিলিয়ে ২৩টি প্রতিষ্ঠানের ৫ শত জন কর্মী প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালনা করবে। আর প্রতিটি কেন্দ্রে ২ জন করে কর্মী নিয়োজিত থাকবেন। এছাড়া পুরো ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন করা হবে। বিষয়টি করপোরেশন সূত্র নিশ্চিত করেছে।