বঙ্গবন্ধুর সমাধিতে বিআরইউ’র নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা জ্ঞাপন বঙ্গবন্ধুর সমাধিতে বিআরইউ’র নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা জ্ঞাপন - ajkerparibartan.com
বঙ্গবন্ধুর সমাধিতে বিআরইউ’র নব-নির্বাচিত কমিটির শ্রদ্ধা জ্ঞাপন

2:43 pm , October 2, 2020

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) নব-নির্বাচিত কমিটি। শুক্রবার ২ অক্টোবর বেলা ১২ টায় গোপালগঞ্জেরটুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। পরে কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্টের নিহত সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। এছাড়াও দোয়া মোনাজাতে দক্ষিন বাংলার আওয়ামী লীগের অভিভাবক, পার্বত্য শান্তি চুক্তি ও বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) আবুল হাসানাত আব্দুল্লাহর সুস্থতা কামনা করা হয়। এতে উপস্থিত ছিলেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির নব-নির্বাচিত সভাপতি নজরুল বিশ্বাস, সদ্য বিদায়ী সভাপতি সুশান্ত ঘোষ, সাবেক সভাপতি আনিসুর রহমান স্বপন, আলী জসিম, সহ-সভাপতি গাজী শাহ রিয়াজ, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাবেক সাধারণ কামরুল আহসান, নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিক সৌরভ, কোষাধ্যক্ষ বশির আহম্মেদ, প্রচার ও দপ্তর সম্পাদক রাসেল হোসেন, সদস্য বিপ্লব কর্মকার। এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম। দোয়া মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু সমাধি সৌধ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মু. সামিউল ইসলাম নওয়াব।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT