উজিরপুরের গুঠিয়া বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি দেলোয়ার, সম্পাদক নাছির উজিরপুরের গুঠিয়া বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি দেলোয়ার, সম্পাদক নাছির - ajkerparibartan.com
উজিরপুরের গুঠিয়া বন্দর ব্যবসায়ী কমিটির সভাপতি দেলোয়ার, সম্পাদক নাছির

1:52 pm , October 1, 2020

উজিরপুর প্রতিবেদক ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উজিরপুরের ঐতিহ্যবাহী গুঠিয়া বন্দর ব্যবসায়ী কমিটির নির্বচন সম্পান্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি পদে মো: দেলোয়ার মাঝি, সাধারন সম্পাদক পদে মোঃ নাসির খান সাংগঠনিক সম্পাদক পদে মো: ফাইজুলকে নির্বাচিত করেছেন। এছাড়াও কোষাধ্যক্ষ পদে খোকন দাস, দপ্তর সম্পাদক পদে রাজিব তালুকদার, প্রচার সম্পাদক পদে মোশারফ হোসেন নির্বাচিত হয়েছেন। ওই বন্দরের ২০৭ জন ভোটারের মধ্যে ২০৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেছেন। ৭টি পদে ২১জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করেন। ৪টি পদে ৪জন বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন। রফিকুল ইসলাম বাবুল প্রধান নির্বাচন কমিশনারের দ্বায়িত্ব পালন করেন। বৃহস্পবিার দিনভর গুঠিয়া বন্দর ও তার আশপাশ এলাকায় নির্বাচন উপলক্ষে বেশ উৎসবমুখর ছিল। বিভিণœ এলাকা থেকে উৎসুক মানুষ গুঠিয়া বন্দরের ব্যবসায়ী কমিটির নির্বাচন দেখতে ভিড় জমায় ওই বন্দরে। নির্বাচনে নিরাপত্তার জন্য উজিরপুর থানার এসআই নিজাম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন। এছাড়াও বাজারের ব্যবসায়ীরা নির্বিঘেœ তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে ফলাফল ঘোষনা করেন প্রধান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বাবুল। পরে নব নির্বাচিতদের মালা দিয়ে বরন করেন জেলা পরিষদ সদস্য ও আ’লীগ নেতা আওরঙ্গজেব হাওলাদার।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT