বাসদের সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন বাসদের সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন - ajkerparibartan.com
বাসদের সদস্য সংগ্রহ কর্মসূচীর উদ্বোধন

1:45 pm , October 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের সাংগঠনিক মাস ও সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন বাসদ বরিশাল জেলা আহবায়ক প্রকৌশলী ইমরান হাবিব রুমন। উদ্বোধনী অনুষ্ঠানে বাসদ আহবায়ক ইমরান হাবিব বলেন, দীর্ঘদিন থেকে বরিশালের বিভিন্ন সমস্যা সংকট নিরসনের লক্ষ্যে বাসদ ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম করে যাচ্ছে। নগরীর রাস্তা-ঘাট, খাল-ড্রেন সংস্কারসহ নগরজীবনের সংকট সমাধানে নিরলসভাবে আন্দোলন করে যাচ্ছে। বাসদ বরিশালবাসীর আস্থা অর্জন করেছে।
বাসদের জেলা সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্ত্তী বলেন, সারাদেশে আজ যখন সীমাহীন লুটপাট-দুর্নীতি-নারী নির্যাতনের চিত্র দেখে মানুষ দিশেহারা তখন বরিশালে হাজার হাজার শ্রমজীবী দরিদ্র সাধারণ মানুষ সমাজ পরিবর্তনের আকাঙ্খা নিয়ে আজ বাসদের সাথে যুক্ত হওয়ার চিত্রটা সত্যিই আশাব্যঞ্জক। এই সাংগঠনিক মাসে ১০ সহ¯্রাধিক সদস্য সংগ্রহ, প্রতিটি ওয়ার্ডে ছাত্র, শ্রমিক, নারীদের কমিটি গঠন ইত্যাদির মাধ্যমে আমরা সাংগঠনিক কাজের শৃঙ্খলা আনতে চাই, মানুষের অধিকার আদায়ে আরও শক্তিশালী লড়াই সংগ্রাম গড়ে তুলতে চাই।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাসদের সদস্য জাহাঙ্গীর হোসেন দিদার, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্টের ২নং ওয়ার্ড সভাপতি সানু আক্তার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিজন শিকদার, কৌশিক বেপারি, সাইফুল ইসলাম প্রমূখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT