সাংবাদিক মাইনুল হাসানের মৃত্যুবার্ষিকী আজ সাংবাদিক মাইনুল হাসানের মৃত্যুবার্ষিকী আজ - ajkerparibartan.com
সাংবাদিক মাইনুল হাসানের মৃত্যুবার্ষিকী আজ

1:43 pm , October 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দক্ষিণাঞ্চলের প্রথিতযশা সাংবাদিক দৈনিক ইত্তেফাকের ষ্টাফ রিপোর্টার মাইনুল হাসানের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিবসটি পালন করবে। সকাল ১০টায় প্রয়াত বরিশাল মুসলিম গোরস্থানে মাইনুল হাসানের কবরে পূস্পার্ঘ্য অর্পণ করবে সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদ। পরে বেলা ১১টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। উল্লেখিত কর্মসূচীতে শুভাকাংক্ষী সকলকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাংবাদিক মাইনুল হাসান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ দুলাল ও সাধারন সম্পাদক মুরাদ আহমেদ। উল্লেখ্য, সাংবাদিক মাইনুল হাসান ২০০৪ সালের ২ অক্টোবর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT