মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা - ajkerparibartan.com
মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা

1:40 pm , October 1, 2020

পরিবর্তন ডেস্ক ॥ আওয়ামী লীগের রাজনীতির দক্ষিন বাংলার অভিভাবক খ্যাত বর্ষিয়ান নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অব্যাহত রয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীসহ জেলার বিভিন্নস্থানে দোয়া মোনাজাত করা হয়। আছর বাদ নগরীর জামে এবাদুল্লাহ মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করে জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম। বাদ আছর বরিশাল চেম্বার অব কর্মাসের উদ্যোগে দোয়া মোনাজাত হয়েছে। এছাড়া বরিশাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে বাদ জোহর দোয়া মোনাজাত করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করীম, সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার, জিপি অ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান মন্টু,সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কে বিএস আহম্মদ কবির, অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান, অ্যাডভোকেট আনিস উদ্দিন সহিদ,সাবেক সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, অ্যাডভোকেট ফয়জুল হক ফয়েজ, সমিতির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ নিয়াজ মাহমুদ খান ও সদস্য অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম জন্টু প্রমূখ। অপরদিকে গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী বার্থী তাঁরা মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা বারটায় মন্দির কমিটির সভাপতি সন্তুুনি ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রার্থনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সাধারণ সম্পাদক প্রণব রঞ্জন দত্ত, বরিশাল মহানগর পূজা উদযাপণ কমিটির সভাপতি নারায়ন দে নারু, মন্দিরের ষ্ট্রাস্টি বোর্ডের সদস্য অমর রায়, শিশির কুমার কুন্ডু, মন্দির পূজা উদযাপণ কমিটির সহসভাপতি মণিষ চন্দ্র বিশ্বাস, শেখর বণিক, সাধারণ সম্পাদক অপু রায়, সহসম্পাদক বিপ্লব সরকার, সজল ঘোষ প্রমুখ। প্রার্থনায় মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর দীর্ঘায়ু ও রোগমুক্তি কামনা করা হয়।

এই বিভাগের আরও খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT