1:34 pm , October 1, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ সদর উপজেলার শায়েস্তাবাদ থেকে নিষিদ্ধ কারেন্ট জালসহ একজনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে এ অভিযান পরিচালণ্ াকরা হয়। আটক কারেন্ট জাল বিক্রেতা হলো- মামুন হাওলাদার (৩৩)। সে শায়েস্তাবাদ ইউপির রামকাঠি এলাকার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদারের ছেলে।
র্যাব জানিয়েছে, নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে জাটকা ইলিশ শিকারের মাধ্যমে স্বাভাবিক উৎপাদন ব্যহত করছে। এমন তথ্যে রামকাঠী এলাকায় মামুন হাওলাদারের বাড়ীতে অভিযান করা হয়। পরে মামুনের ঘর তল্লাশী করে ১৩টি বস্তায় ভর্তি ৩৪০ কেজি পরিমান কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধার করা কারন্টে জালের মুল্য আনুমানিক ৩ লাখ ৪০ হাজার টাকা। এঘটনায় র্যাব-৮ এর সিপিএসসি’র ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে কাউনিয়া থানায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে মামুনের বিরুদ্ধে মামলা করেছে।