দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত - ajkerparibartan.com
দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত

3:32 pm , September 30, 2020

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল জেলা ও মহানগরীতে কোভিড-১৯ নিয়ন্ত্রনে না আসায় দক্ষিণাঞ্চলে করোনা সংক্রমণ বৃদ্ধি অব্যাহত রয়েছে। বুধবার সকালের পূর্ববর্তি ২৪ দক্ষিণাঞ্চলের ছয় জেলায় আরো ৩০জন নতুন করে কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। যার মধ্যে বরিশালেই আক্রান্ত ২০। এর আগের ২৪ ঘন্টায় বরিশালে ১৫ জন সহ দক্ষিণাঞ্চলে মোট সংক্রমন সংখ্যা ছিল ২৭। গত ২৪ ঘন্টায় বরিশাল, পটুয়াখালী ও বরগুনাতে সংক্রমন বেড়েছে। তবে স্বাস্থ্য বিভাগের অনুমিত হিসেবনুযায়ী গত ২৪ ঘন্টায় আরো ৪৬ জন সহ দক্ষিণাঞ্চলে সর্বমোট ৭ হাজার ৬৩৩ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থতার হার ৯১.৪৪%। যা জাতীয় হারের চেয়ে বেশী। অপরদিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় ১৯৫ জনের নমুনা পরিক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ সনাক্ত হয়েছে। এসময়ে ভোলা জেলা হাসপাতালে ২৪ জনের নমুনা পরিক্ষায় ৩ জনের দেহে করোনা পজিটিভ সনাক্ত হয়। দক্ষিণাঞ্চলে এখনো সনাক্তের হার জাতীয় হারের চেয়ে বেশী, ১৭.৪৩%। বুধবার সকালের পূর্ববর্তি ২৪ ঘন্টায় বরিশালে নতুনকরে আক্রান্তের সংখ্যা আগের দিনের ১৫ থেকে ২০ জনে উন্নীত হবার ফলে জেলায় মোট সংখ্যাটা সাড়ে ৩ হাজার অতিক্রম করে আরো ১১ যোগ হয়েছে। মারা গেছেন এ পর্যন্ত ৬৮ জন। পটুয়াখালীতেও গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা আগের দিনের ১ থেকে ৬ জনে উন্নীত হবার ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১,৪২৪ জনে। মৃত্যু হয়েছে ৩৭ জনের। বরগুনাতে আগেরদিন কোন আক্রান্ত না থাকলেও গতকাল নুতন করে একজন আক্রান্ত হবার ফলে জেলাটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯১২ জনে উন্নীত হয়েছে। মারা গেছেন ১৯ জন। অপরদিকে ঝালকাঠীতে আগেরদিন ৪ জন আক্রান্তের খবর থাকলেও গতকাল নতুন কারো করোনা সংক্রমণ ছিলনা বলে জানিয়েছে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর। তবে ছোট এ জেলাটিতে ইতোমধ্যে ৬৯৯ জন আক্রান্তের মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ভোলাতেও নতুন আক্রান্তের সংখ্যা আগের দিনের দুই থেকে বুধবারে ১জনে হ্রাস পাবার ফলে জেলাটিতে এ পর্যন্ত মোট সংক্রমিতের সংখ্যা ৭২৫ জনে উন্নীত হয়েছে। যার মধ্যে ৬ জনের মৃত্যু ঘটেছে। পিরোজপুরেও আক্রান্তের সংখ্যা আগের দিনের ৫ থেকে বুধবারে দুজনে হ্রাস পেয়েছে। জেলাটিতে এ পর্যন্ত সর্বমোট এক হাজার ৭৭ জন আক্রান্তের মধ্যে ২৩ জনের মৃত্যু হয়েছে। এদিকে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে বুধবার সকালে ২২ জন এবং আইসোলেশনে ২১জন ছাড়াও আইসিইউ’তে আরো ৬জন চিকিৎসাধীন ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT