বরগুনার রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ আসামীর মৃত্যুদন্ড বরগুনার রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ আসামীর মৃত্যুদন্ড - ajkerparibartan.com
বরগুনার রিফাত হত্যায় স্ত্রী মিন্নিসহ ৬ আসামীর মৃত্যুদন্ড

3:25 pm , September 30, 2020

প্রতিবেদক ॥ দেশের আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার রায়ে স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ৬ আসামীর মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। একইসাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় পলাতক মুসা বন্ডসহ ৪ আসামীকে খালাস দেয়া হয়েছে। গতকাল বুধবার বরগুনা জেলা ও দায়রা জজ মো. আছাদুজ্জামান বেলা দেড়টায় মামলার রায় ঘোষনা করেন। মৃত্যুদন্ড প্রাপ্ত অপর আসামীরা হলো- রাকিবুল হাসান ওরফে রিফাত ফরাজী (২৩), আল কাইয়ুম ওরফে রাব্বি আকন (২১), মোহাইমিনুল ইসলাম সিফাত (১৯), রেজোয়ান আলী খান হৃদয় ওরফে টিকটক হৃদয় (২২) ও হাসান (১৯)। খালাস প্রাপ্তরা হলো- মুসা (২২), রাফিউল ইসলাম রাব্বি (২০), মো: সাগর (১৯) ও কামরুল হাসান সায়মুন (২১)।
শাহ নেওয়াজ রিফাত শরীফকে ২০১৯ সালের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ড ও তার সহযোগী সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। আহত রিফাত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওইদিন বিকালে মারা যায়।
গত বছরের ১ সেপ্টেম্বর রিফাত শরীফ হত্যা মামলায় রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনের বিরুদ্ধে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাগে বিভক্ত অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। চলতি বছরের ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৭৬ জন সাক্ষির সাক্ষ্য গ্রহন, রাষ্ট্রপক্ষ ও আসামী পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ নির্ধারিত হয়। এক বছর ৩ মাস ৩ দিনের মাথায় বুধবার (৩০ সেপ্টেম্বর) বয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে রায় ঘোষনা করা হয়েছে। বাকী ১৪ শিশু আসামীর বিচারিক কার্যক্রম বরগুনার শিশু আদালতে চলমান রয়েছে।
রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বাকী আসামীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি।
রিফাত শরীফ হত্যা মামলার সাক্ষি থেকে আসামী হওয়া আয়শা সিদ্দিকা মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেছেন, তার মেয়েকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তিনি রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর এডভোকেট ভুবন চন্দ্র হাওলাদার জানিয়েছেন, তারা রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামীর বিরুদ্ধে সাক্ষি, নানা তথ্য ও উপাত্ত দিয়ে আদালতকে সন্তুষ্ট করে ন্যায় বিচার পেয়েছেন।
মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম জানিয়েছেন, তারা মিন্নির পক্ষে আপিল করবেন। আপিলে মিন্নি খালাশ পাবেন বলে তিনি আশাবাদী । রায়ের পরে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত ৬ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT