ভোলায় স্ত্রী সন্তানকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড ভোলায় স্ত্রী সন্তানকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড - ajkerparibartan.com
ভোলায় স্ত্রী সন্তানকে হত্যার দায়ে ১ জনের মৃত্যুদন্ড

3:05 pm , September 29, 2020

ভোলা অফিস ॥ ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নে চাঞ্চল্যকর স্ত্রী ও এক বছরের শিশু কন্যা সন্তান কে হত্যার দায়ে গতকাল মঙ্গলবার গাড়ির ড্রাইভার মোঃ বেল্লাল হোসেন পাটোয়ারি কে মৃত্যুদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ভোলা জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক এই দন্ডাদেশ প্রদান করেন। আদালত সূত্র জানিয়েছেন, দম্পতি কলহের জের ধরে ২০১৭ সালের ২ জুন তারিখে আসামি গাড়ির ড্রাইভার মো: বেল্লাল হোসেন পাটোয়ারী তার নিজ ঘরে ঘুমের মধ্যেই স্ত্রীকে মুখ চেপে ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করে। এঘটনা অন্যখাতে প্রবাহিত করার জন্য স্ত্রীকে কম্বল পেচিয়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। এতে করে বেল্লাল হোসেনের ঘুমিয়ে থাকা শিশু কন্যা মোহনা আগুনে পুড়ে মারা যায়। এঘটনায় পুলিশ আসামীকে গ্রেফতার করে। এরপর র্দীঘ ৩ বছর মামলা চলার পর স্বাক্ষী প্রমান শেষে জেলা ও দায়রা জজ এ বি এম মাহমুদুল হক আসামী মোঃ:বেল্লাল হোসেনকে দোষী সাব্যস্ত হওয়ায় মৃত্যুদন্ড প্রদান করেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT