3:03 pm , September 29, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ জেলা ও মহানগর মিলিয়ে এবারে বরিশালে মোট ৬১৭টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এই লক্ষে প্রস্তুতিও চলছে এসব মন্ডপে। মঙ্গলবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক স্বপন কর। তিনি জানান, গত বছরের থেকে এবারে ব্যক্তিগত একটি পূজা বেড়ে মহানগর এলাকায় ৪২টি মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। এছাড়া জেলায় ৫৭৫ মন্ডপে অনুষ্ঠিত হবে পূজা। এর মধ্যে বরিশাল সদর উপজেলায় ২২টি, গত বছরের তুলনায় দুইটি মন্ডপ বেড়ে এবারে আগৈলঝাড়ায় ১৫৭টি, উজিরপুরে ১১০টি, গৌরনদীতে ১টি বেড়ে মোট ৮০টি, বাকেরগঞ্জে তিনটি কমে ৭২টি, বানারীপাড়ায় ১টি কমে ৫৯টি, বাবুগঞ্জে ১টি বেড়ে ২৪টি, মেহেন্দিগঞ্জে ২৪টি, হিজলায় ১টি বেড়ে ১৫টি এবং মুলাদীতে ১টি কমে ১২টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। এবারে বরিশাল জেলায় পূজোর সংখ্যা কমেছে ৫টি এবং মহানগর ও জেলা মিলিয়ে বেড়েছে ৬টি। বরিশাল মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুরঞ্জিৎ দত্ত লিটু জানান, করোনার কারণে এবারে বিগত বছরগুলোর মত দুর্গাপূজার আয়োজন করা যাচ্ছে না। সীমিত পরিসরে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হবে বাঙালী সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় এই উৎসব। সকল মন্ডপেই প্রতীমা তৈরীর কাজ চলছে। চলছে আনুসাঙ্গিক প্রস্তুতিও।