নদী বাঁচাতে নৌ মানববন্ধন নদী বাঁচাতে নৌ মানববন্ধন - ajkerparibartan.com
নদী বাঁচাতে নৌ মানববন্ধন

4:03 pm , September 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ কীর্তনখোলা নদীসহ জেলার সকল নদ-নদী ও নগরীর ২৩টি খালসমূহ সিএস মৌজা ম্যাপ অনুসরন করে নদী সিস্টেমের উন্নয়ন ও কার্যকর ব্যবস্থাপনার জন্য জিআইএস ভিত্তিক ডাটাবেজ তৈরিসহ বিভিন্ন দাবীতে বরিশালে নৌ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সীমানায় স্থায়ী পিলার স্থাপন করে সাথে জড়িত জনমানুষের জীবন-জীবিকার উপর দখল-দূষণের বিরূপ প্রভাব নিরসণ ও পরিবেশ-প্রতিবেশ সুরক্ষা করার দাবী জানানো হয়। পাশাপাশি তরুণ ও যুব সমাজকে নদ-নদী, খাল-জলাধার ও পরিবেশ-প্রতিবেশ সুরক্ষায় দক্ষ জনগোষ্ঠী হিসাবে গড়ে তোলার মাধ্যমে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে সম্পৃক্তকরণ করতে হবে বলে জানা জানান। এসব দাবীতে রোববার দুপুর ১২টায় কীর্তনখোলা নদীর তীরে (ডিজি ঘাট) এক নৌ-মানববন্ধন অনুষ্ঠিত হয়। নৌ-মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচীর আহবায়ক রনজিৎ কুমার দত্ত। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। স্বাগত বক্তব্য রাখেন সম্মিলিত পর্ষদের সমন্বয়ক মোঃ রফিকুল আলম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লিংকন বায়েন, আনোয়ার জাহিদ, শুভংকর চক্রবর্তী, কাজী এনায়েত হোসেন শিবলু, মুনাওয়ারুল ইসলাম অলি, কাজী মিজানুর রহমান, এ্যাড. হিরণ কুমার দাস মিঠু, অধ্যা. আফিস মঈনুর চৌধুরী, মাসুদুর রহমান, আল-আমিন প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT