দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর অভিযোগ দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর অভিযোগ - ajkerparibartan.com
দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়ের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানোর অভিযোগ

3:59 pm , September 27, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ জাতীয়করণের অপেক্ষায় রয়েছে নদী বেষ্টিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ন শেখ হাসিনা মহাবিদ্যালয়। আর এই কারণেই এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ও এর প্রধান কর্মকর্তা অধ্যক্ষ মো: আনোয়ার হোসেনের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হচ্ছে বলে এক সংবাদ সম্মেলনে এই দাবী তোলেন কলেজের শিক্ষকরা। কলেজের সুনাম ক্ষুন করতে একটি মহল এই ঘৃণ্য প্রচার চালাচ্ছে। রোববার শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কলেজটির অধ্যক্ষ মো: আনোয়ার হোসেন, প্রভাষক মাইনুদ্দিন মাসুম, তরিকুল ইসলাম, মনিকা রানী, শিখা রানী মন্ডল, আমেনা বেগমসহ অন্যান্য শিক্ষকরা এই অভিযোগ তোলেন। তারা লিখিত বক্তব্যে বলেন, এই কলেজের উন্নতি ও সুনাম দেখে অনেকে নানাভাবে অপপ্রচার চালাচ্ছে। কলেজের শিক্ষক নিয়োগ নিয়েও নানা অপপ্রচার চালানো হচ্ছে। মুলত ১৭ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে বোর্ডের সুপারিশ অনুযায়ী বিধি মোতাবেক। কোন শিক্ষক বাদ দিয়ে নতুন শিক্ষক নিয়োগও দেয়া হচ্ছে না বলে শিক্ষকরা দাবী করেন। পাশাপাশি কলেজের অধ্যক্ষকে নিয়েও ব্যক্তিগত কিছু বিষয়ে প্রপাগান্ডা চালানো হয়েছে। তার ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠানের জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে ও অধ্যক্ষ জামায়াতের লোক বলে অপপ্রচার চালানো হয়েছে। এসব বিষয়ে শিক্ষকরা নিন্দা জানান।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT