ভান্ডারিয়ায় নারী সহ দুই মাদক কারবারি গ্রেফতার ভান্ডারিয়ায় নারী সহ দুই মাদক কারবারি গ্রেফতার - ajkerparibartan.com
ভান্ডারিয়ায় নারী সহ দুই মাদক কারবারি গ্রেফতার

2:54 pm , September 26, 2020

ভান্ডারিয়া প্রতিবেদক ॥ পিরোজপুরের ভান্ডারিয়া ডিবির পৃথক অভিযানে নারী সহ দুইজন মাদক কারবারি ৪৫০ পিচ ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা সহ আটক হয়েছে। থানা সূত্রে জানাযায় গত শুক্রবার মাদক উদ্ধার অভিযানে ডিবির এস আই দেলোয়ার হোসাইন জসিমের নেতৃত্বে সন্ধ্যায় সঙ্গীয় ফোর্স উপজেলার নদমুল্লা গ্রামে মাদক ক্রয় বিক্রয়ের সময় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাজাঁ সহ বাবলু হাওলাদার (৪২) কে আটক করে। মাদক কারবারি বাবলু ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে মোটর মেকানিকের কাজ করে। সে নদমূলা গ্রামের আঃ রশিদ হাওলাদারের পুত্র। গোপন সংবাদের ভিত্তিতে অপর এক অভিযানে রাত সারে দশটায় ধাওয়া ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে মাদক মামলায় দশ বছরের সাজা প্রাপ্ত নারী মাদক কারবারি আয়শা বেগমকে ৪০০ পিচ ইয়াবা সহ আটক করা হয়। মাদক কারবারি আয়শা বেগম চরখালি গ্রামের মাদক কারবারী দুলাল খাঁন ওরফে পিচ্চি দুলালের স্ত্রী। আয়শার পিতার বাড়ী কক্সবাজারের মহেষ খালিতে। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ এস এস মাকসুদুর রহমান জানান, ডিবির অভিযান চালিয়ে ভান্ডারিয়া থেকে একজন মহিলা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক আইনে দুটি মামলা দায়ের হয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT