টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত - ajkerparibartan.com
টানা বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত

2:50 pm , September 26, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে বরিশালে কখন মুষলধারে, কখন থেমে থেমে বৃষ্টি হচ্ছে গত এক সপ্তাহ ধরে এই অবস্থা বিরাজ করছে বরিশাল নগরীতে। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। যার কারণে নগরীর বিভিন্ন নি¤œাঞ্চল পানিতে তলিয়ে রয়েছে। সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। পাশাপাশি বৃষ্টি আর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এই জলাবদ্ধতা সৃস্টি হয়ে বলে জানা গেছে। এতে বেশ ভোগান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের। হাটু সমান পানি দেখা গেছে অনেক এলাকায়। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় এই সমস্যা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে বরিশালে বৃষ্টি হচ্ছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT