বরিশাল স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত বরিশাল স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত - ajkerparibartan.com
বরিশাল স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

3:07 pm , September 25, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরিশাল স্বাস্থ্য বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস। সভায় বরিশাল বিভাগের ৬ জেলার সিভিল সার্জন,তত্বাবোধায়কগন এবং নগরীর বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক মালিকগন উপস্থিত ছিলেন। বরিশাল স্বাস্থ্য বিভাগীয় অফিসের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, সভায় চলমান ইস্যু করোনা ডেঙ্গু,ডায়রিয়া ও পুষ্টি বিষয়সহ স্বাস্থ্য সেবার সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এসব রোগ থেকে মুক্তি পাওয়ায় করনীয় এবং সংক্রমিত হলে চিকিৎসা সেবা প্রদানের বিষয়ে আলোচনা ও সংশ্লিষ্টদের পরামর্শ দেয়া হয়েছে। উল্লেখ্য প্রতি মাসেই সম সাময়িক বিষয় নিয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT