পুলিশের গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ঃ বিএমপি কমিশনার পুলিশের গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ঃ বিএমপি কমিশনার - ajkerparibartan.com
পুলিশের গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে ঃ বিএমপি কমিশনার

3:01 pm , September 25, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বলেছেন, পুলিশের কাজ মাদক নিমূল করা। মাদক সেবন অথবা মাদক ব্যবসায় কোন পুলিশ সদস্য জড়িত থাকার প্রমান পাওয়া গেলে তাকে পুলিশের চাকুরি করতে দেওয়া হবে না। বৃহস্পতিবার মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন। মোঃ শাহাবুদ্দিন খান আরো বলেন, অতীতের ইতিহাস ভুলে বরিশালের আবাসিক হোটেলগুলোতে অনৈতিক কর্মকান্ড বন্ধ রাখতে বর্তমানের ন্যায় আমাদের ভবিষ্যতেও জিরোটলারেন্স ভূমিকা অব্যাহত রাখতে হবে। সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, পুলিশ হিসেবে জনগনের সেবা প্রদানে আরও দক্ষ ও পারদর্শি ও আন্তরিকতার সাথে কাজ করতে হবে। সাজা, ওয়ারেন্ট তামিল সহ মামলা তদন্ত ও নিষ্পত্তিতে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পেলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, মোঃ মোকতার হোসেন, জাকির হোসেন মজুমদার, জাহাঙ্গীর মল্লিক, খাইরুল আলম, মনজুর রহমান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT