2:09 pm , September 24, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ ঘুষ গ্রহন ও মিথ্যা প্রতিবেদন দেয়ার অভিযোগ উঠেছে বাকেরগঞ্জ ভুমি অফিসের সার্ভেয়ার আখতারুজ্জামানের বিরুদ্ধে। এমন অভিযোগ এনে বরিশাল জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী বাকেরগঞ্জের ফরিদপুর এলাকার স্থায়ী বাসিন্দা ও নগরীর পেশকার বাড়ি এলাকায় বসবাসরত রফিকুল ইসলামের স্ত্রী মাহমুদা বেগম। যার অনুলিপি ডাক যোগে প্রেরন করা হয়েছে জনপ্রশাসন সচিব,বরিশাল বিভাগীয় কমিশনার এবং বরিশাল দূর্নীতি দমন কমিশনার বরাবরেও। অভিযোগে উল্লেখ করেন চলতি বছরের ৭ জুলাই বরিশাল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে জমিজমা নিয়ে একটি মামলা দায়ের করেন মাহমুদা বেগম। আদালত সরেজমিনে তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য বাকেরগঞ্জ ভুমি অফিস কে নির্দেশনা প্রদান করে। যার তদন্ত দায়িত্ব প্রদান করা হয় সার্ভেয়ার আখতারুজ্জামান কে। এ দায়িত্ব পেয়ে মাহমুদার স্বামী রফিকুল ইসলাম কে ফোন করে দেখা করতে বলেন আখতারুজ্জামান। ২৪ জুলাই দেখা করলে আখতারুজ্জামান পক্ষে রিপোর্ট দেয়ার কথা বলে ৩০ হাজার টাকা ঘুষ দাবী করেন। পরে ওই সময় নগদ ২১ হাজার টাকা দিলে ১০ আগস্ট বাকেরগঞ্জ অফিসে গিয়ে বাকি ৯ হাজার টাকা দিয়ে রিপোর্ট নিয়ে আসার জন্য বলে আখতারুজ্জামান। পরে ১০ আগস্ট বাকি আরো ৯ হাজার টাকা দেন রফিকুল ইসলাম। কিন্তু ওই দিন রিপোর্ট প্রস্তুত হয়নি বলে পরে দিবেন বলে জানানো হয়। এমনি করে রিপোর্ট দেয়ার কথা বলে দিনের পর দিন ঘুরাতে থাকে আখতারুজ্জামান। পরে জানতে পারেন বিবাদীদের কাছ থেকে বড় অংকের ঘুষ খেয়ে তার বিপক্ষে রিপোর্ট দিয়েছেন সার্ভেয়ার আখতারুজ্জামান। ঘুষ খেয়ে মিথ্যা প্রতিবেদন দেয়ার কারনে মাহমুদার মামলা খারিজ করে দেয় আদালত। বিষয়টি তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি করেছেন ভুক্তভোগী ওই পরিবারটি। এ বিষয়ে জানতে আখতারুজ্জামানের ফোনে একাধিক বার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া গেছে।