2:07 pm , September 24, 2020
ঢাকা থেকে অপহৃতাকে উদ্ধার
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশালের আগৈলঝাড়ার ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থী অপহরণের ঘটনায় র্যাবের সহযোগিতায় অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ। অপহরণকারীর দেয়া তথ্য মতে ঢাকার মিরপুর এলাকা থেকে অপহৃতাকে উদ্ধার করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, উপজেলার সুজনকাঠি গ্রামের নুরু সরদারের মেয়ে ও গৈলা প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থী রিমী আক্তার সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে স্থানীয় নূর-এ-মদিনা এতিমখানার সামনের দোকানে চিপস্ কিনতে গেলে সেখান থেকে রিমীকে জোর করে রাসেল মুন্সি ও অজ্ঞাতনামা লোকজন মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এ ঘটনায় রিমীর মা রেহানা বেগম বাদী হয়ে মঙ্গলবার রাসেল মুন্সির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২-৩জনকে আসামী করে আগৈলঝাড়া থানায় অপহরণ মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, মামলা দায়েরের পর বরিশাল র্যাব-৮এর সহযোগীতা নিয়ে মঙ্গলবার রাত সাড়ে আটটায় বরিশাল জিলা স্কুলের মোড় থেকে অপহরণকারী রাসেল মুন্সি (২৬)কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রাসেল মুন্সি ওরফে হৃদয় বরিশাল মেট্রোপলিটন বন্দর থানার কর্নকাঠী গ্রামের আব্দুল লতিফ মুন্সির ছেলে। গ্রেফতারকৃত রাসেলের দেয়া তথ্য মতে অপহৃতা শিশু শিক্ষার্থী রিমী আক্তারের ঢাকায় অবস্থান সনাক্ত করে বুধবার সকালে ঢাকা থেকে অপহৃতা রিমীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে বুধবার বিকেলে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। ভিক্টিমকে আদালতে জবানবন্দি প্রদান ও ডাক্তারী পরীক্ষার জন্য প্রেরণ করা হবে বলেও জানান মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান।