3:38 pm , September 23, 2020

বানারীপাড়া প্রতিবেদক ॥ বানারীপাড়া উপজেলার আলতা গ্রামের একটি ব্রিজের এবং একটি কালভার্ট বেহাল অবস্থায় জন ও বিভিন্ন পরিবহনের চলাচলে দারুন সমস্যার সৃস্টি হচ্ছে। বানারীপাড়া থেকে কুড়িয়ানা ও স্বরুপকাঠীর সংযোগ সড়কের বানারীপাড়া অংশের শেরে বাংলার ছেলে সাবেক পাট প্রতমিন্ত্রী একে ফাইয়জুল হকের নামের ব্রিজটির বেহাল অবস্থা। ব্রিজের মাঝখানের অংশের ঢালাই ভেঙ্গে পরে। এ ব্রিজের উত্তর পার থেকে পশ্চিম দিকে দেবুর মোড় পর্যন্ত সড়কের মাঝি বাড়ীর সামনের কালভার্টটি পাশ্ববর্তী খালে হেলে পরেছে। কালভার্টের পূর্ব পাশের রাস্তার এক অংশ খালের পাইলিং ভেঙ্গে যাওয়ায় চলাচলে বিঘœ সৃস্টি হচ্ছে। এ ব্যস্ততম সড়কের ব্রিজ ও কালভার্টের বেহল অবস্থায় পরিবহন চালকদের ভিন্ন পথে অনেক দূর ঘুরে স্বরুপকাঠী যেতে হয়। উপজেলা এলজিইডির নির্মিত কালভার্টটি মেরামত ও পাইলিং এর জন্য স্টিমেট করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবীর জানান, ব্রিজটি ঐ সময় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হয়। আমরা ব্রিজটির উপর স্লাব দিয়ে চলাচলের ব্যবস্থার প্রক্রিয়া চলছে।