এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে - ajkerparibartan.com
এসিল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে

3:36 pm , September 23, 2020

শাকিল মাহমুদ বাচ্চু, উজিরপুর ॥ উজিরপুরে এসি ল্যান্ডকে ঘুষ দিতে গিয়ে শ্রীঘরে গেছে এক ঘুষদাতা। এসি ল্যান্ডকে ঘুষ দেয়ার অপরাধে ঘুষদাতাকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এসি ল্যান্ড জয়দেব চক্রবর্তী ওই দন্ড দেন। দন্ডিত ঘুষদাতা হলো- আবুল কাসেম হাওলাদার (৬০)। সে উপজেলার দক্ষিণ মাদার্শী গ্রামের মৃত এছাহাক হাওলাদারের ছেলে।
উজিরপুর মডেল থানার এএসআই মো. হাসান জানান, খাস জমি ইজারা একটি পক্ষ ভোগ দখল করছে। ওই জমি অবৈধভাবে ইজারা নেয়ার জন্য এসি ল্যান্ডের অফিস কক্ষে গিয়ে পাঁচ হাজার টাকা ঘুষ দেয়। তখন এসি ল্যান্ড পুলিশে খবর দিয়ে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদন্ড দিয়ে জেলে পাঠিয়েছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT