উজিরপুরের সাতলা ইউপি চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র জমা উজিরপুরের সাতলা ইউপি চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র জমা - ajkerparibartan.com
উজিরপুরের সাতলা ইউপি চেয়ারম্যান পদে ৩ জনের মনোনয়নপত্র জমা

3:35 pm , September 23, 2020

উজিরপুর প্রতিবেদক ॥ উজিরপুরের সাতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে আ,লীগের প্রার্থীসহ ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। ২৩ সেপ্টেম্বর বুধবার মনেনয়ন দাখিলের শেষ দিন আ,লীগের প্রার্থী খায়রুল বাশার লিটন, সতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান রিয়াজুল ইসলাম সোহাগ ও সতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান মনোনয়ন পত্র দাখিল করেন । তবে সরকারী দল আওমীলীগ ছাড়া বিএনপি সহ অন্য কোন রাজনৈতিক দল তাদের মনোনীত প্রার্থী দিতে পারেনি। উজিরপুর উপজেলা নির্বচনী কর্মকর্তা ও রিটানিং অফিসার মো: আালিমুজ্জামান ৩ জনের মনোনয়ন দাখিলের সত্যতা স্বীকার করেছেন। ২৬ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন পত্র বাছাই, ৩ অক্টোবর শনিবার প্রার্থীতা প্রত্যাহার শেষ দিন নির্ধরন করা হয়েছে। উল্লেখ্য জেলা আওয়ামী লীগের সদেস্য ও সাতলার ইউপি চেয়ারম্যান আ:খালেক আজাদের মূত্যুতে চেয়ারম্যন পদটি শূন্য হলে ১৪ সেপ্টেম্বর নির্বাচনী তফসিল ঘোষনা করা হয় । আগামী ২০ অক্টেবার নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT