আমিরকুটিরবাসীর কান্না বিসিসি মেয়রের হস্তক্ষেপ কামনা আমিরকুটিরবাসীর কান্না বিসিসি মেয়রের হস্তক্ষেপ কামনা - ajkerparibartan.com
আমিরকুটিরবাসীর কান্না বিসিসি মেয়রের হস্তক্ষেপ কামনা

3:33 pm , September 23, 2020

বিশেষ প্রতিবেদক ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ১৫নং ওয়াডস্থ আমিরকুটির এলাকার চিত্র এটি। গত দুই দিনের টানা বর্ষনে এলাকাটির প্রধান সড়কসহ গলিপথগুলোও তলিয়ে গেছে পানিতে। কোথাও হাটু পানি আবার কোথাও কোমড় সমান পানি। বসতঘরে পানি ঢুকে তলিয়ে গেছে আসবাবপত্রসহ মুল্যবান জিনিসপত্র। আর এতে বিপাকে পড়েছে দরিদ্র খেটে খাওয়া মানুষগুলো। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে বৃষ্টি হলেই পানি জমে তলিয়ে যায় পুরো এলাকা। ওয়ার্ড কাউন্সিলর লিয়াকত হোসেন লাবলুর সাথে জলাবদ্ধতার বিষয়ে বারবার বলা হলেও জনদুর্ভোগ লাঘবে কোনই ব্যবস্থা গৃহীত হতে দেখা যায়নি। বিগত ছয় বছর ধরে বর্ষার পানির জলাবদ্ধতায় ডুবে যায় আমিরকুটিরবাসি। ভুক্তভোগী এলাকাবাসি জলাবদ্ধতা নিরসনে এবং আমিরকুটির সড়কটি সংস্কার করার জন্য নগর পিতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর হস্তক্ষেপ কামনা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT