টানা বৃষ্টিপাতে জনজীবন নগরীতে জলাবদ্ধতা টানা বৃষ্টিপাতে জনজীবন নগরীতে জলাবদ্ধতা - ajkerparibartan.com
টানা বৃষ্টিপাতে জনজীবন নগরীতে জলাবদ্ধতা

3:31 pm , September 23, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে কখনো মুষলধারে আবার কখনো থেমে থেমে বৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে বরিশাল আবহাওয়া অফিস। তবে বাতাসের গতিবেগ স্বাভাবিক রয়েছে। এসময় স্থানীয় নদীবন্দরে ১ নম্বর ও সমুদ্র বন্দরে ৩ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি বৃষ্টি আর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে বেশ কয়েকটি সড়ক ও এলাকা তলিয়ে গেছে। এতে বেশ ভোগান্তি সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে।
বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আবহাওয়া অধিদপ্তরের সোমবার রাতের পূর্বাভাসে বলা হয়, লঘুচাপটি সৃষ্টি হয়েছে উত্তর–পূর্ব বঙ্গোপসাগরে। লঘুচাপটি পশ্চিম দিকে সরে গিয়ে বর্তমানে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই কারণে প্রচুর মেঘমালা সৃষ্টি হয়েছে, যা উপকূলীয় এলাকার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এই কারণে বরিশালে গত দুইদিন থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে ৬২ মিলিমিটার বৃষ্টিপাত এবং বাতাসের গতিবেগ ৮ থেকে ৯ নটিক্যাল মাইল রেকর্ড করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস জানান, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির প্রভাবে বরিশালে গত দুইদিন ধরে বৃষ্টি হচ্ছে। আগামী দুইদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT