রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন - ajkerparibartan.com
রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

3:20 pm , September 22, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর বয়স্ক রিক্সা চালকদের প্রতি মানবিক বিবেচনা করে ব্যাটারীচালিত রিক্সা চালানো অনুমতি প্রদান, সিটি কর্পোরেশনের পূর্বে বরিশাল পৌরসভা কর্তৃক অসহায় শ্রমিকদের চিকিৎসা প্রদানসহ ছেলে-মেয়েদের শিক্ষা ও বিবাহযোগ্য মেয়েদের জন্য গঠন করা কল্যাণ তহবিল পুনরায় চালু করা, প্রকৃত রিক্সা শ্রমিকদের লাইসেন্স প্রদানের দাবীতে নগরীতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার অশ্বিনী কুমার হলের সামনে অনুষ্ঠিত মানববন্ধনের আয়োজন করে বৃহত্তর বরিশাল রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। ইউনিয়নের সহসভাপতি মোতালেব মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মোঃ আলি হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক আঃ ছালাম হাওলাদার, সিনিয়র সহ-সভাপতি রুস্তুম আলি হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক ও শহীদ হাওলাদার প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT