3:12 pm , September 21, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ অবশেষে শুরু হয়েছে নগরীর জেল খাল সংস্কার কাজ। বরিশাল সিটি করপোরেশনের অর্থায়নে ও নিজস্ব পরিচ্ছনতা কর্মী নিয়ে নথুল্লাবাদ ব্রীজ থেকে সংস্কার কাজ শুরু হয়েছে। প্রাথমিক ভাবে মরকখোলার পোল পর্যন্ত সংস্কার করার লক্ষ্যনির্ধারন করা হয়েছে। তবে এ কাজে নির্দিষ্ট সময় নির্ধারন করা হয়নি।
তথ্য মতে নগরীতে ছোট বড় প্রায় ২২ টি খাল রয়েছে। এর মধ্যে বেশীর ভাগ খাল দখল দূষনে হারিয়ে গেছে। এর মধ্যে জেল খাল আকারে সব চেয়ে বড়। যে কারনে নানা দিক দিয়ে গুরুত্ব বেশী বহন করে এই খালটি। ২০১৬ সালে তৎকালীন জেলা প্রশাসক গাজী সাইফুজ্জামানের একান্ত প্রচেষ্টায় খালটি সংস্কার কাজ শুরু হয়েছিলো। কিন্তু বরাদ্ধের অভাবে সে কাজ বন্ধ হয়ে যায়। বরিশাল সিটি করপোরেশন একাধিকবার জেল খাল সহ নগরীর অন্যান্য খাল সংস্কারের জন্য অর্থ বরাদ্ধ চেয়ে প্রকল্প তৈরী করে মন্ত্রনালয়ে জমা দেয়। কিন্তু অর্থ বরাদ্ধ না হওয়ায় এ কাজ শুরু করা সম্ভব হয়ে উঠেনি। শেষ পর্যন্ত সিটি করপোরেশন নিজস্ব অর্থায়নে নগরীর খাল পরিস্কার ও সংস্কার কাজ শুরু করে।
বরিশাল সিটি করপোরেশন (বিসিসির) পরিচ্ছনতা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম বলেন, ঢাক ঢোল পিটিয়ে নয়। অনেকটা নিরবে খাল পরিস্কার ও সংস্কার শুরু করেছি। কোন প্রকল্প নয় সম্পূর্ন নিজস্ব অর্থায়নে ও নিজস্ব কর্মী নিয়ে এ কাজ চলছে। তিনি বলেন, নগরীর নথুল্লাবাদ ব্রীজ থেকে এ কাজ শুরু করা হয়েছে। যা বিরতীহীন ভাবে মরক খোলা পোল পর্যন্ত গিয়ে শেষ হবে। কিন্তু এখানেই এ কাজ শেষ হচ্ছে না জানিয়ে তিনি বলেন এটা চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে এ খালের পাশাপাশি নগরীর অন্যান্য খালও পরিস্কার ও সংস্কার করা হবে। তিনি বলেন, আমরা শুধু মাত্র এখন খাল পরিস্কার করছি, খনন নয়। কারন খনন করার প্রয়োজনীয় যন্ত্রাংশ নেই। তিনি আরো বলেন, এ কাজে দৈনিক অন্তত ২০ জন শ্রমিক কাজ করছে। যে ব্যয় সিটি করপোরেশনের নিজস্ব ফান্ড থেকে বহন করা হবে। এর আগে নবগ্রাম রোডের খাল পরিস্কার করা হয়েছে বলেও জানান তিনি।