3:11 pm , September 20, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে সারাদেশের মতো বরিশালেও শুরু হয়েছে বিআরটিএ’র বিশেষ সেবা সপ্তাহ। রোববার সকাল পৌনে ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশালে এ সেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মো. জিয়াউর রহমান, সহকারী পরিচালক প্রকৌশলী মো. আতিকুল আলম। এ বিশেষ সেবা উপলক্ষে একটি বুথের মাধ্যমে অনলাইনে শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল রেজিস্ট্রেশন দেওয়ার পাশাপাশি বিআরটিএ’র অন্য কার্যক্রম এ সেবার আওতায় থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রোববার সকাল থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত।