প্রধানমন্ত্রীর দেয়া হাই ফ্লো নেজাল ক্যানোলা শেবাচিম হাসপাতালে হস্তান্তর প্রধানমন্ত্রীর দেয়া হাই ফ্লো নেজাল ক্যানোলা শেবাচিম হাসপাতালে হস্তান্তর - ajkerparibartan.com
প্রধানমন্ত্রীর দেয়া হাই ফ্লো নেজাল ক্যানোলা শেবাচিম হাসপাতালে হস্তান্তর

3:41 pm , September 19, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা চিকিৎসাসেবার জন্য ৪ টি হাই ফ্লো নেজাল ক্যানোলা হস্তান্তর করা হয়েছে। এছাড়াও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি’র পক্ষ থেকে চিকিৎসা সেবার সাথে সংশ্লিষ্টদের জন্য পিপিই দেয়া হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন আয়োজনে বরিশাল সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। এসব হস্তান্তর করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামিম এমপি। শেবাচিম হাসপাতালের পক্ষে এসব গ্রহন করেন সহকারি পরিচালক (প্রশাসন) ডা. এসএম মনিরুজ্জামান। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে হস্তান্তর অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মুনিবুর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারি অধ্যাপক রাহাত হোসেন ফয়সাল, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ মাহবুবুর রহমান মধু প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT