মসজিদের উপর থেকে বিদ্যুতের লাইন সড়ানোর দাবীতে মানববন্ধ মসজিদের উপর থেকে বিদ্যুতের লাইন সড়ানোর দাবীতে মানববন্ধ - ajkerparibartan.com
মসজিদের উপর থেকে বিদ্যুতের লাইন সড়ানোর দাবীতে মানববন্ধ

2:06 pm , September 18, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর কাশিপুর ইছাকাঠি বায়তুন নুর জামে মসজিদের ছাদের উপর থেকে ১১ হাজার কেভি ভোল্টের বিদ্যুতের লাইন সড়িয়ে অনত্র নেয়ার দাবী করে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় মুসল্লী গণ। শুক্রবার বেলা সাড়ে ১২ টায় বরিশাল-ঢাকা মহাসড়ক কাশিপুর ইছাকাঠি নামক স্থানে একর্মসূচি পালিত হয়। বায়তুন নুর জামে মসজিদের মুতাওয়ল্লী (জমিদাতা) বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সির সভাপতিত্বে এসময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সভাপতি আবু হানিফ, বায়তুন নুর জামে মসজিদের খতিব আলহাজ্ব হাফেজ মাওঃ শাইখ হাসনাইন মাহমুদ সিদ্দিকী প্রমুখ। এসময় বিভিন্ন মুসল্লী ও মসজিদ কমিটির নেতৃবৃন্দ বলেন, মসজিদের মুসল্লীদের জীবনের দিকে তাকিয়ে এই ভয়ানক বিপদজনক হাই ভোল্টের বিদ্যুতের তার সরিয়ে নেয়া হোক। ইতি পূর্বে এই মসজিদের সহকারী ইমাম সহ একাধিক মুসল্লীরা বিদ্যুতের কারনে আহত হয়েছে। এখনো যদি মসজিদের ছাদের উপর থেকে লাইন অপসারন করা না হয় তাহলে যেকোন মুহুর্তে নারায়নগঞ্জ ট্রাজেডির মত দূর্ঘটনা ঘটতে পারে। সভাপতি মোয়াজ্জেম হোসেন কামাল মুন্সি বলেন, ইতি পূর্বে আমাদের জমির উপর বিদ্যুতের খুঁটি স্থাপন ও মসজিদের ছাদের উপর দিয়ে ১১ হাজার ভোল্টের লাইন টেনে নেয়ার কারনে একদিকে মুসল্লীরা ছাদে নামাজ আদায় করতে পারে না। অন্যদিকে বৈদ্যুতিক খূটির কারনে মসজিদটি বড় করা যাচ্ছেনা। এব্যাপারে তৎকালীন বিদ্যুৎ সচিব অরবিন্দ কর নিজেও লাইন সড়িয়ে নেয়ার কথা বলেছিলেন। তবে আজ পর্যন্ত তা কার্যকর করা হয়নি। এব্যাপারে বহুবার বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আবেদন করার পরও কোন লাভ হয়নি। ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন (২) এর নির্বাহী প্রকৌশলী অমূল্য সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই লাইনগুলো ত্রিশ পয়ত্রিশ বছরের লাইন। আবেদন করা হলেইতো সরিয়ে নেয়া যায় না। তাছাড়া যেকোন স্থাপনা করার আগেই ভাবতে হবে। এছাড়া এখানে যখন বিদ্যুতের কার্যক্রম করা হয় তখন মসজিদ স্থাপনা ছিলনা। এরকম লাইন বরিশাল শহরের অনেক রয়েছে। সড়িয়ে নিতে হলে পাশে জমি থাকতে হবে। আমরা অনেক তদন্ত করে দেখেছি কিন্তু জায়গার অভাবে পারছি না। আপনার শহরে বিদ্যুতের প্রয়োজন রয়েছে। বিদ্যূৎ ছাড়া এই শহরের অবস্থা কি হবে। তবে বরিশালে বিদ্যুতের এই অবস্থা থাকবে না। ২০২১ সালে বরিশালে সকল বিদ্যুতের লাইন আন্ডার গ্রাউন্ডে নিয়ে যাওয়া হবে। বরিশাল হবে বিদ্যুতের একটি মডেল শহর।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT