আদমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন আদমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন - ajkerparibartan.com
আদমশুমারীতে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর মানববন্ধন

5:08 pm , September 17, 2020

ভোলা আফিস ॥ ভোলায় আদমশুমারী (২০২১)-এ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভূক্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ভোলা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন সঠিক তথ্য-উপাত্ত ছাড়া এই জনগোষ্ঠী জন্য উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা সম্ভব নয়।সেই বিবেচনায় আদমশুমারী-২০২১ একটি বিশেষ সুযোগ সৃষ্টি করেছে।এই আদমশুমারীতে দলিত জনগোষ্ঠীকে আলাদাভাবে অন্তর্ভূক্ত করা খুবই জরুরি।
এসময় তারা আদমশুমারী ২০২১-এ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আলাদা তথ্য সংগ্রহ ও অন্তর্ভূক্ত করা।দলিত জনগোষ্ঠীর জন্য এসডিজি’র আলোকে একটি জাতীয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহন করা। বাংলাদেশের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর সম্প্রদায়ভিত্তিক তথ্য সরকারিভাবে সংগ্রহ ও সংরক্ষণ করা। সহ প্রস্তাবিত বৈষম্য বিলোপ আইন প্রনয়ন সহ একাধিক দাবী জানানো হয়।
মানববন্ধনে ভোলা জেলা এবং বিভিন্ন উপজেলার বিডিইআরএম এর সদস্যরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন বিডিইআরএম ভোলা জেলার সভাপতি চন্দ্রমোহন ছিডু, সাধারণ সম্পাদক স্বপন কুমার দে, সদর উপজেলা সভাপতি রনজিত বেপারী, সাধারন সম্পাদক গোপাল রবিদাস প্রমুখ।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT