গৌরনদীতে অবৈধ স্থাপণা উচ্ছেদ গৌরনদীতে অবৈধ স্থাপণা উচ্ছেদ - ajkerparibartan.com
গৌরনদীতে অবৈধ স্থাপণা উচ্ছেদ

5:04 pm , September 17, 2020

পরিবর্তন ডেস্ক ॥ গৌরনদী উপজেলার পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান ও আশোকাঠী বাজারে সরকারী জমিতে নির্মাণাধীণ অবৈধ পাকা স্থাপণা উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে ও থানা পুলিশের সহায়তায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
সহকারী কমিশনার ফারিহা তানজিন জানান, সরকারী বিধি নিষেধ অমান্য করে পশ্চিম চন্দ্রহার এলাকায় খাল দখল করে দোকান নির্মাণ এবং আশোকাঠী বাজারে সরকারী ভিপি (ক) তফসিল ভুক্ত সম্পত্তিতে অবৈধ ভাবে পাকা স্থাপণা নির্মাণ করে কতিপয় ব্যক্তি। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহানের নির্দেশনায় বৃহস্পতিবার দুপুরে দুইটি অবৈধ স্থাপণা উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনাকালে গৌরনদী মডেল থানার এসআই মিনহাজ উদ্দিনসহ ভূমি অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT