5:03 pm , September 17, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর চৌমাথা এলাকায় নির্মান করা হবে ‘মুক্তিযোদ্ধা শাহান আরা বেগম’ শিশু পার্ক। খুব শীঘ্রই এ প্রকল্পের কাজ শুরু হবে। আর এজন্য ১৫ সেপ্টেম্বর নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় মেয়রের সাথে ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। নগরীতে শিশুদের বিনোদনের জন্য একটি শিশু পার্ক নির্মানের দাবী নগরবাসীর বহুদিনের। কারণ বরিশাল নগরীতে শিশুদের বিনোদনের জন্য তেমন কোন ব্যবস্থা নেই বললেই চলে। নগরীতে নতুন করে শিশুপার্ক নির্মানের সিদ্ধান্ত নেয়ায় প্রশংসায় ভাসছেন মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। শিশুদের চিত্রবিনোদনের কথা চিন্তা করে এ ধরণের একটি সিদ্ধান্ত নেয়ায় মেয়রকে ধন্যবাদ জানিয়েছেন নগরবাসী। পার্কের নির্মান কাজ দ্রুত শুরু হবে এমনটাই প্রত্যাশা সবার। বিশেষ করে যে এলাকায় পার্ক হবে সেই এলাকার মানুষের মধ্যে আনন্দের মাত্রা বহুগুনে বেড়ে গেছে।