নগরীর ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা নগরীর ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা - ajkerparibartan.com
নগরীর ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

4:59 pm , September 17, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ দপ্তরখানা ও বাজাররোড এলাকায় অভিযান চালিয়ে ৭ ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারি পরিচালক সুমি রাণী মিত্র ও জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে অভিযান চালানো হয়। বৃহস্পতিবার পরিচালিত অভিযানে সহায়তা করে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন। সহকারি পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ অভিযানে শিশু খাদ্য ও মুদি দোকানের পাশাপাশি পেঁয়াজ, রসুন, আদার পাইকার আড়তে অভিযান চালানো হয়। যে অভিযানের ভবিষ্যতে অব্যাহত থাকবে। অভিযানে দপ্তরখানা এলাকার আনন্দ বেকারীর ফ্যাক্টরীকে অসাস্থকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষন করা, খাদ্যপণ্যে অগ্রিম উৎপাদনের তারিখ (১৭ তারিখের উৎপাদিত পণ্যে ১৯ তারিখের মেয়াদ দেয়া) দেয়ার কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদ না রাখা, খুচরো বিক্রয় মূল্য না থাকা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের মোড়কে আমদানি কারকের তথ্য ও এমআরপি না থাকায় বাজার রোড এলাকার ন্যাশনাল মসলা হাউজকে ৮ হাজার টাকা, সিরাজ স্টোরকে ৮ হাজার টাকা, বিসমিল্লাহ স্টোর্সকে ৩ হাজার টাকা, মারুফ স্টোর্সকে ৩ হাজার টাকা, নুহানা স্টোর্সকে ২ হাজার টাকা ও এমি স্টোর্সকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে বিক্রির উদ্দেশ্যে বাজারজাত করা খেলনা যুক্ত ৩ বস্তা শিশু খাদ্য জব্দ করা হয়। যা জনসম্মুখে ধ্বংস করা হয়।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT