4:59 pm , September 17, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নগরী থেকে ফেন্সিডিলবাহী পিকআপ ও একটি প্রাইভেটকারসহ পাঁচ মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব-৮ সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে পরিচালিত ওই অভিযানে উদ্ধার করা হয়েছে ৫৭৩ বোতল ফেন্সিডিল ও নগদ ১১ হাজার টাকা। আটককৃতরা হলো- যশোরের বেনাপোল দুর্গাপুর এলাকার মো. আলী কদরের ছেলে মেহেদী হাসান (২০), বেনাপোল ভবের বেড় এলাকার আব্দুল্লাহ বিশ্বাসের ছেলে তৌহিদুল ইসলাম (২৫), খুলনা খালিসপুর শিকদার বাড়ী মোড় এলাকার মোহাম্মদ আলীর ছেলে মো. আলউদ্দীন (৩৪), দৌলতপুর আঞ্জুমান রোডের নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান সুমন (৩০) ও সাতক্ষীরার বজ্র বাকসা এলাকার সামসুল হকের ছেলে শহীদুল ইসলাম (৩০)।
র্যাব জানিয়েছে, গোপনে তারা জানতে পারে একটি পিকআপে ফেন্সিডিলের চালান নিয়ে বরিশাল নগরী হয়ে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফেন্সিডিলবাহী পিকআপের প্রহরায় একটি সাদা রঙের অগ্রগামী প্রাইভেট কার রয়েছে। এই খবরে র্যাবের দল কীর্তনখোলা নদীর উপর নির্মিত শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোলঘরের সামনে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৫টার দিকে ওই দুইটি যান টোলঘরে এসে পৌছুলে থামানোর সংকেত দেয়া হয়। তখন পিকআপ ও প্রাইভেটকার থামিয়ে অরোহীরা পালানোর চেষ্টা করে। তাদের ধাওয়া করে আটক করা হয়। পরে তারা জিজ্ঞাসাবাদে ফেন্সিডিল পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। এছাড়া পিকআপ তল্লাশী করে ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে।