3:23 pm , September 16, 2020
রাজাপুর প্রতিবেদক ॥ রাজাপুরের টিএন্ডটি সড়কে বুধবার দুপুরে আবুল বাশার মিজানের নির্মানাধিন ভবনের চতুর্থ ছাদের উপর থেকে পড়ে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ৎনির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। শহিদুল ফরিদপুরের গোয়ালের টিলা গ্রামের সাহেব আলীর ছেলে। শ্রমিক রিপন মন্ডলসহ স্থানীয় লোকজন বলেন,ঘটনার সময় আটতলা ফাউন্ডেশনের ভবনের চতুর্থ নাম্বার ছাদের উপরে ছাদের দক্ষিন সিমানার পিলার নির্মানের জন্য বক্সের ভিতরে নির্মান সামগ্রী ঢেলে ভাইব্রেটর মেশিন দ্বারা ভাইব্রেট করার সময় শহিদুলের হাত ছুটে গিয়ে পাশের বাড়ির টিউবয়েলের পাকা মেঝের ওপর পড়ে যায়। সেখানে অনেক রক্ত ক্ষরণ হয়। অজ্ঞান অবস্থায় শহিদুলকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পরে ডাক্তার তাকে মৃতু ঘোষনা করেন। রাজাপুর থানার ওসি মো: শহিদুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করে বলেন,শহিদুলের লাশ ঝালকাঠি মর্গে পাঠানো হচ্ছে। বর্তমানে ইউডি মামলা রেকর্ড করা হবে। তদন্তের পরে রিপোর্ট অনুযায়ী আইনগত ব্যাবস্থা নেয়া হবে।