চরফ্যাশনের তিন পেয়াজ ব্যবসায়ীর জরিমানা চরফ্যাশনের তিন পেয়াজ ব্যবসায়ীর জরিমানা - ajkerparibartan.com
চরফ্যাশনের তিন পেয়াজ ব্যবসায়ীর জরিমানা

3:21 pm , September 16, 2020

চরফ্যাস প্রতিবেদক ॥ চরফ্যাসন হাট বাজারগুলোতে রাতারাতি পেঁয়াজের দাম বেড়ে ৪০-৪৫ টাকা থেকে ৯০ টাকা হয়েছে। পেঁয়াজের বাজার দর নিয়ন্ত্রণে রাখতে চরফ্যাশন উপজেলার প্রশাসন ভ্রাম্যমান আদালত বসিয়ে তিন ব্যবসাপ্রতিষ্ঠানের ১১হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম (ম্যাজিস্ট্রেট), উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. রুহুল আমিন।
বুধবার দুপুরে(১৬সেপ্টেম্বর) এ অভিযান চালানো হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পেঁয়াজসহ সকল পণ্য বিক্রি করতে বলেন। এছাড়া ক্রেতাদের প্রয়োজনের বেশি পণ্য কিনতে নিষেধ করেন।
প্রশাসন সূত্র জানায়, ক্রয়ের চেয়ে বেশি মূল্যে পেঁয়াজ বিক্রি করার অপরাধে চরফ্যাশন বাজারের ভাইভাই স্টোর, নজরুল ইসলাম ট্রের্ডাস ও কবির বাণিজ্যালয়ের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ভ্রাম্যমান আদালত চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতালে) অভিযান চালান। রোগী ধরে ক্লিনিকে নেওয়ার অপরাধে মো. নিরব হোসেন ও মিজানুর রহমানের ৫ হাজার টাকা করে দুইজন দালালের ১০ হাজার টাকা জরিমানা করেছেন।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT