পিঁয়াজের বাজারে কঠোর নজরদারি পিঁয়াজের বাজারে কঠোর নজরদারি - ajkerparibartan.com
পিঁয়াজের বাজারে কঠোর নজরদারি

3:19 pm , September 16, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ পিয়াজের মূল্য বৃদ্ধির প্রেক্ষিতে বরিশালে পিয়াজ পট্রিতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসনের নির্বাহী মেজিষ্ট্রেট। বুধবার বেলা ১২টায় নগরীর পিয়াজের পাইকারী বাজারে অভিযানে নামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। তিনি জানান, পিঁয়াজের বাজার দর ঠিক রাখতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। অব্যাহত থাকবে এই অভিযান। এ সময় তিনি বিভিন্ন পাইকারি দোকানের ক্রয় রশিদ যাছাই বাছাই করেন। যাচাইকালে এলসি পিয়াজ ৬০টাকা দরে ক্রয় করে ৬৫টাকা দরে বিক্রয় করায় কোন দোকানীকে জরিমানা করেনি তবে বেশী দামে বিক্রয় না করার জন্য সবাইকে সতর্ক করেছেন। এদিকে জানা গেছে পাইকারী বাজারে এই দামে পিঁয়াজ বিক্রি করা হলেও খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৯০ টাকা দরে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT