3:18 pm , September 16, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ নগরীতে লিকুইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ব্যবহার বাড়ছে। গ্যাস ভিত্তিক প্রচুর যানবাহন চলাচল করছে নগরীতে। এ কারণে নগরীতে একের পর এক গড়ে উঠেছে এলপিজি অটো গ্যাস স্টেশন। মহাসড়ক, জনবসতিপূর্ণ এলাকায় যত্রতত্র গড়ে উঠেছে এসব দাহ্য পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) স্টেশন। ঝুঁকিপূর্ণ ওইসব গ্যাস স্টেশন নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়ার দাবি করেছে সুশীল সমাজ। কারন ব্যবহারের নিয়মে অরিপক্কতার কারনে এসকল স্টেশন থেকে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। অন্যদিকে বিক্ষিপ্তভাবে গড়ে ওঠা গ্যাস স্টেশনের তথ্য নেই পরিবেশ অধিদপ্তরের কাছে। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের উপর দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা বিস্ফোরক পরিদপ্তর। আবাসিক এলাকা এবং বহুতল ভবনের গা ঘেঁষে, মহাসড়কের পাশে যত্রতত্র এসব অটো গ্যাস স্টেশন গড়ে ওঠায় ঝুঁকিতে পড়ছে সাধারণ বাসিন্দারা। খোঁজ নিয়ে জানা যায়, বরিশালে আগে গ্যাস ভিত্তিক কোন যান্ত্রিক যান ছিলো না। গত কয়েক বছর ধরে নগরীসহ জেলায় বেড়েছে গ্যাস ভিত্তিক যানবাহনের ব্যবহার। এতে পরিবেশ দুষণ এবং কালো ধোঁয়া থেকে রক্ষা পাচ্ছেন স্থানীয় জনগণ। গ্যাস ভিত্তিক যানের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে গড়ে উঠছে একের পর এক এলপিজি অটো গ্যাস স্টেশন। এসব গ্যাস স্টেশন গড়ে উঠলেও বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের কাছে তথ্য নেই। নগরীর রূপাতলীর এলাকার এনায়েত হোসেন জানান, আবাসিক এলাকায় এলপিজি অটো গ্যাস স্টেশনের কারণে স্থানীয় হাজারো পরিবারের জীবনযাত্রা অনিরাপদ হয়ে উঠেছে। যে কোন সময় ভয়াবহ দূর্ঘটনায় ব্যাপক প্রাণহানী ও সম্পদের অনেক ক্ষতি হতে পারে। আবাসিক এবং ব্যস্ততম এলাকা থেকে ঝুঁকিপূর্ণ এলপিজি অটো গ্যাস স্টেশন নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার দাবি তুলেছেন আতংকিত বাসিন্দারা। বরিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপক শাহ সাজেদা বলেন, জনবসতিপূর্ণ এলাকায় দাহ্য পদার্থের স্টেশন হলে যে কোন সময় বিস্ফোরণ ঘটে চরম বিপর্য হতে পারে। এর কারণে জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। যে কোন মূল্যে জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকিপূর্ণ গ্যাস স্টেশন সরিয়ে নেওয়া উচিত। বরিশালের বিস্ফোরক পরিদপ্তরের প্রধান পরিদর্শক মো. মঞ্জুরুল হাফিজ বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেলেই অটো গ্যাস স্টেশনের অনুমতি দেয় বিস্ফোরক পরিদপ্তর। জনবসতি থেকে কত ফুট দূরত্বে অটো গ্যাস স্টেশন নির্মাণ করা যাবে তা স্পষ্ট করে বলতে পারেননি প্রধান বিস্ফোরক পরিদর্শক। এ ব্যাপারে বরিশাল বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. আবদুল হালিম বলেন, বরিশালে জনবসতিপূর্ণ এলাকায় অটো গ্যাস স্টেশন নির্মাণের কোন খবর তার জানান নেই। এলপিজি স্টেশন নির্মাণে পরিবেশ এবং বিস্ফোরক কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন। কেউ অনুমতি ব্যতিত এবং নীতিমালা ভঙ্গ করে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস স্টেশন নির্মাণ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, আবসিক ভবনের গা ঘেষে কিংবা জনবহুল এলাকায় এলপিজি স্টেশন নির্মাণ ঝুঁকিপূর্ণ। জনস্বার্থে ঝুঁকিপূর্ণ এলপিজি স্টেশন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।