3:16 pm , September 16, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সরকারি বিএম কলেজের সমাজকল্যান বিভাগে হামলা ও ভাংচুর চালিয়েছে মুখোশ পড়া বহিরাগতরা। হামলায় তৃতীয় শ্রেনীর কমর্চারী মিজানুর রহমান বাচ্চু অহত হন। তাকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ হামলার কারন কেউ বলতে পারেননি। বাচ্চু ওই বিভাগে কম্পিউটার অপারেটর। মিজানুর রহমান বাচ্চু জানান, মার্কশীট (নম্বর ফর্দ) নেয়ার কথা বলে তাকে মোবাইলে ফোন দিয়ে কলেজের সমাজ কল্যান বিভাগে ডেকে নেয়া হয়। সেখানে পৌঁছামাত্র পূর্ব থেকে অবস্থানকারী মাস্ক পরিহিত দুর্বৃত্ত লাঠি সোটা, লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তারা কুপিয়ে ও পিটিয়ে আমাকে রক্তাক্ত জখম করে। এরপর হামলাকারীরা সমাজ কল্যান বিভাগে শিক্ষকদের কক্ষে ঢুকে এলোপাথারী ভাংচুর করে। তারা সিসি ক্যামেরার মনিটর, টেলিভিশন, টেলিফোন, শিক্ষকদের সকল টেবিলের গ্লাস ভাংচুর এবং অন্যান্য আসবাবপত্র তছনছ করে। পরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রনকারী কম্পিউটার সিপিইউ নিয়ে চলে যায়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া হামলার কারন এবং হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছুই জানাতে পারেননি। এ ঘটনায় তদন্ত কমিটি করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন। তিনি আরো জানান, করোনার কারনে কলেজ বন্ধ থাকলেও নম্বর ফর্দ দেয়ার জন্য সকল বিভাগের অফিস খোলা রয়েছে। কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলসহ ক্যাম্পাসে অবস্থান নেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, তবে মামলার প্রস্তুতি নিচ্ছে কলেজ কতৃপক্ষ। হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।