3:14 pm , September 15, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ এর আওতায় বরিশাল জেলার ইউপি চেয়ারম্যান ও সচিবদেও নিয়ে পরিবেশ ও সামাজিক সুরক্ষা বিষয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসন’র আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাসসহ ইউপি চেয়ারম্যান ও ইউপি সচিবরা উপস্থিত ছিলেন।