পাথরঘাটায় হরিণের মাথা, চামড়া ও পা উদ্ধার পাথরঘাটায় হরিণের মাথা, চামড়া ও পা উদ্ধার - ajkerparibartan.com
পাথরঘাটায় হরিণের মাথা, চামড়া ও পা উদ্ধার

3:13 pm , September 15, 2020

পাথরঘাটা প্রতিবেদক ॥ পাথরঘাটায় অভিযান চালিয়ে একটি মাথা, তিনটি হরিণের চামড়া, ও ১২ টি পা উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড উদ্ধারকৃত চামড়া, মাথা ও পা মঙ্গলবার সকালে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার দিনগত রাত ২ টার সময় উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের জিনতলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়। এ সময় কাউকে আটক করতে পারেনি পাথরঘাটা কোস্টগার্ড।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী নদী সংলগ্ন জিনতলা এলাকায় অভিযান চালিয়ে কয়েকটি সিলভারের পাতিলে রাখা তিনটি হরিণের চামড়া, একটি মাথা ও ১২ টি পা উদ্ধার করা হয়। পরে সকালে এগুলো বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বনবিভাগ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT