সুনির্দিষ্ট তথ্য ছাড়া সংবাদের প্রতিবাদে নৃত্যশিল্পী মুরাদের সংবাদ সম্মেলনে সুনির্দিষ্ট তথ্য ছাড়া সংবাদের প্রতিবাদে নৃত্যশিল্পী মুরাদের সংবাদ সম্মেলনে - ajkerparibartan.com
সুনির্দিষ্ট তথ্য ছাড়া সংবাদের প্রতিবাদে নৃত্যশিল্পী মুরাদের সংবাদ সম্মেলনে

3:31 pm , September 14, 2020

নিজস্ব প্রতিবেদক ॥ নগরীর নৃত্যশিল্পিদের জড়িয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। গতকাল সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে বরিশাল নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক ও নিত্তোঙ্গন নৃত্যকলা একাডেমির পরিচালক মুরাদুজ্জামান খান। লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছেন, গত ১০ বছরে বরিশাল থেকে কোন নৃত্যশিল্পী ব্যক্তিগতভাবে বিদেশে যায়নি। যেসব শিল্পী গ্রুপের সাথে গেছেন তারা ফিরেও এসেছেন। শিল্পকলাসহ সরকারি বিভিন্ন মাধ্যমে যারা বিদেশে গিয়েছেন তাদের নিরাপত্তা ব্যবস্থা ও নিয়মকানুন অনেকটাই কঠোর, ফলে ওইসব ভ্রমনে বিদেশে থেকে যাওয়া সম্ভব নয়। তিনি আরো বলেন, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই একটি অনলাইন নিউজ পোর্টালে তাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ গ্রেফতার, রিমান্ডের আবেদন’ গোয়েন্দা নজরদারীতে বরিশালের নৃত্যশিল্পী মুরাদসহ আরও অনেক। তিনি অপরাধমূলক কোন কার্যক্রমের সাথে জড়িত নয় দাবি করে বিষয়টি তদন্তপূর্বক দেখার দাবী জানিয়েছেন মুরাদ।
লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সম্প্রতি দুবাইয়ে নারী পাচারের অভিযোগে অভিযুক্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ এই নগরীর ছেলে। ছোট বেলায় দু’জন এক সাথে নাচ শিখতেন। প্রায় ২০/২৫ বছর পূর্বে সোহাগ ঢাকা চলে যায়। ঢাকায় সে কোন পর্যায় কাজ করে তা জানা নেই। নৃত্যশিল্পী সোহাগ যে ঘটনায় অভিযুক্ত হয়েছে তা ‘সত্য না মিথ্যা’ তাও তিনি জানেন না। গত ১৩ সেপ্টেম্বর অনলাইন নিউজ পোর্টালে তাকে জড়িয়ে লেখা সংবাদ দেখে অবাক হয়েছেন। কোন একটি মহল তাকে সমাজে হেয়প্রতিপন্ন করার জন্য সাংবাদিককে ভুল তথ্য দিয়ে ওই সংবাদ প্রকাশ করিয়েছেন বলে তার দাবী।
মারাদ জানান, বর্তমানে তিনি বরিশাল নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক, রক্তঝুমুর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক, ‘খেলাঘর’ বরিশাল জেলা কমিটি সাংস্কৃতিক সম্পাদক পদে দায়িত্ব পালনসহ দেশের নানা জেলায় সরকারী-বেসরকারীর আয়োজনে বিভিন্ন প্রোগ্রামে সুনামের সাথে প্রশিক্ষক ও বিচারকের দায়িত্ব পালন করেন। এ পর্যন্ত তিনি ১২টি জাতীয় পুরুস্কার পেয়েছেন। তার পরিচালিত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতি বছর জাতীয় পুরুষ্কার পায় এবং পেয়ে আসছে। প্রায় ১ শতাধিক শিক্ষার্থী জাতীয় পুরুষ্কার পেয়েছে এবং প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী দেশে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগেন ঘটনা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তিনি।

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন    
সম্পাদক ও প্রকাশক: কাজী মিরাজ মাহমুদ
 
বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ কুশলা হাউজ, ১৩৮ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক,
সদর রোড (শহীদ মিনারের বিপরীতে), বরিশাল-৮২০০।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by NEXTZEN-IT