3:25 pm , September 14, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ প্রাকৃতিক দুর্যোগ প্রশমনকল্পে জেলার ১০ উপজেলায় ১ লাখ তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার এর উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। জেলা প্রশাসনের উদ্যোগে, সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সহযোগিতায় কাউনিয়া বিসিক সংলগ্ন মতাশা বাজার এলাকায় বীজ রোপনের মাধ্যমে কর্মসুচীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ তৌফিকুল আলম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ জিএম রফিক আহম্মেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, সদর উপজেলার পিআইও কামরুজ্জামান, চরবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তি, ইউনিয়ন পরিষদের মেম্বার, শিক্ষকবৃন্দরা। এ সময় জেলা প্রশাসক বলেন, তাল বীজ বপন কর্মসূচি জেলার ১০ টি উপজেলায় একযোগে হবে।