3:57 pm , September 13, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বিপিএম-বার বলেছেন, আমি অতিথি হিসেবে নয়, দায়িত্ব নিয়ে এসেছি, নির্ভেজাল, দুর্নীতিমুক্ত সেবা পৌঁছে দেয়ার জন্য। গতকাল রোববার কোতয়ালী মডেল থানায় আয়োজিত ওপেন হাউজ ডে’র অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, থানায় সেবার মান কেমন তা সরাসরি সবার কাছ থেকে শুনে কিভাবে আরও আন্তরিক হয়ে জনগণকে সম্পৃক্ত করে কিভাবে পরিপূর্ণ সেবা পৌঁছে দেয়া যায় তা জানতে দায়িত্ব ও দায়বদ্ধতা নিয়ে উপস্থিত হয়েছি। মাদক ছেড়ে দেয়ার ঘোষনা দিয়েও অপরিবর্তিত থাকাদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, মুখোশ পড়ে, ঢাল ব্যবহার করে শুধু মুখে ভালো হয়েছি বললেই হবে না। ভেতর থেকে ভালো হতে হবে। ভালোদের অবশ্যই আমরা সর্বাত্মক সহায়তা প্রদান করবো।
পুলিশ কমিশনার বলেন, বিট পুলিশিং হলো একটি নির্ভেজাল সেবা মাধ্যম। থানা হলো মূল সেবা কেন্দ্র। আমরা থানাকে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকায় ভাগ করে অফিসার নিয়োগ করেছি, তাঁরা স্থানীয়দের কাছের মানুষ হয়ে, ঘরের পুলিশ হয়ে, জনবান্ধব পুলিশ হয়ে দ্বারে দ্বারে ঘুরে সাধারণ মানুষের কথা শুনে মানবাধিকার সমুন্নত রেখে অপরাধ নিয়ন্ত্রণে কাজ করবে। জনগণ পুলিশ এক হয়ে কাজ করে দুষ্ট দমনে সোচ্চার হতে হবে। আমরা সকলেই আন্তরিক, দু’একজন ব্যতিক্রম থাকলে কোন ছাড় দেয়া হবে না।
করোনা নিয়ে কোন অবহেলা নয়, আগের মতোই স্বাস্থ্য সুরক্ষা বিধি পালন করতে হবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন না। জীবন বাঁচাতে মহামারীর প্রকোপ কমিয়ে আনতে আবার অভিযান শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি।
আবাসিক হোটেলে অনৈতিক কর্মকান্ড বিষয়ে বলেন, আগে কি ছিলো জানা নেই, আমরা অনৈতিক কর্মকান্ডে জিরো টলারেন্স নীতি নিয়ে একটি নতুন বরিশাল দেখতে চাই। কোথাও কোন অনৈতিক কর্মকান্ড চলছে কি-না জানাবেন। সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিন) মোঃ মোকতার হোসেন পিপিএম (সেবা)। অন্যান্যদের মধ্যে সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি মডেল থানা) মোঃ রাসেল, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মোঃ আঃ হালিম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) মোঃ মাসুদ রানা, সহকারী পুলিশ কমিশনার (নগর গোয়েন্দা) নরেশ কর্মকার, কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলাম পিপিএম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।