3:56 pm , September 13, 2020
নিজস্ব প্রতিবেদক ॥ একাদশ শ্রেনীতে ভর্তিতে নগরীর বেসরকারী কলেজে সরকার নির্ধারিত থেকে বাড়তি ফি নেয়ার অভিযোগ উঠেছে। অভিভাবক ও শিক্ষার্থীদের এ অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে বলে বোর্ড থেকে জানিয়েছেন। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০ টা থেকে ৬ জেলায় সাড়ে ৩ শত কলেজে একাদশ শ্রেনীতে ভর্তির কার্যক্রম শুরু হয়। পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে ৮৯ হাজার ৬৩৪ জন পরীক্ষার্থী এসএসসিতে পাশ করেছে। এর মধ্যে ভর্তির জন্য আবেদনকারীর সংখ্যা ছিল ৭৮ হাজার ৫৬২ জন। এর মধ্যে ভর্তি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ৬৫ হাজার ৩৩৮ শিক্ষার্থী। অপরদিকে শিক্ষাবোর্ডে এবারে মোট আসন সংখ্যা দেড়লাখের কাছাকাছি বলে জানিয়েছেন কলেজ পরিদর্শক মো. লিয়াকত হোসেন। এদিকে শুরু হওয়া ভর্তির কার্যক্রমের প্রথম দিনে নগরীর বেসরকারি অমৃত লাল দে কলেজে সরকার নির্ধারিত ৩ হাজার টাকার পরিবর্তে দুইটি আলাদা ভাউচারে ৫ হাজার টাকা নেয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। একই সাথে বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকেও বাড়তি টাকা নেয়া হয়েছে। নিয়মের মধ্যে থেকে বাড়তি ২ হাজার টাকা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল। তিনি জানান, সরকার নির্ধারিত নিয়মে একাদশ শ্রেণীতে ভর্তির ফি ৩ হাজার টাকা রাখা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এছাড়া বেসরকারি কলেজের জন্য নিয়মানুযায়ী উন্নয়ন ফান্ডে নেয়া হচ্ছে ১ হাজার টাকা এবং চলতি শিক্ষাবর্ষের জুলাই ও আগস্ট মাসের বেতন ও ফরম বাবদ ১ হাজার টাকা নেয়া হচ্ছে। তিনি বলেন, উন্নয়ন ফান্ডে আমাদের সর্বোচ্চ দেড় হাজার টাকা নেয়ার অনুমতি রয়েছে, সেখানে কলেজ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ১ হাজার টাকা নিচ্ছি। আর শিক্ষার্থীদের বেতন না নেয়ার বিষয়ে আমাদের নিষেধ করেনি কোন কর্তৃপক্ষ। তাই আমরা সেটি নিচ্ছি। অধ্যক্ষ বলেন, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে যে টাকা নেয়া হচ্ছে, তা সিট প্রাপ্তির মাধ্যমে পরবর্তীতে ঠিক করে দেয়া হবে। এতে কোন ধরণের সমস্যা হবে না, আবার ভর্তির সময় অনেক গরীব শিক্ষার্থীর কাছ থেকে আমরা কম টাকাও নিচ্ছি।